আজও পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে টাকার পরিমাণে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৮ কোটি ৩৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স  ৮৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক  ৩৯ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, দর কমেছে ২৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৭৪ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.