বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্ব পেছাল

পিছিয়ে দেয়া হয়েছে এশিয়া ও আফ্রিকার আঞ্চলিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বগুলোর জন্য নতুন তারিখও ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাম্প্রতিক সময়ে বেশকিছু দেশে করোনার উপদ্রব বাড়তে থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু এশিয়া ও আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বই নয়, পিছিয়ে দেয়া হয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন ২ এর বাছাইপর্বও। বৃহস্পতিবার (১৮ মার্চ) আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসির হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, ‘আইসিসির বিস্তৃত পরিকল্পনা প্রক্রিয়ার অংশ হিসেবে করোনার কারণে আমরা কিছু ইভেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর তিনটি বাছাইপর্ব এবং আফ্রিকা অনুর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ ডিভিশন ২ এর বাছাইপর্ব স্থগিত করা হয়েছে।’

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, কাতার আর সৌদি আরবকে নিয়ে এশিয়া ‘এ’ বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাইপর্ব হওয়ার কথা ছিল এপ্রিলের ৩-৯ তারিখে। নতুন ঘোষণা অনুযায়ী অক্টোবরের ২৩-২৯ তারিখে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া উপ আঞ্চলিক আফ্রিকা ‘এ’ ও ‘বি’ বাছাইপর্ব এপ্রিল থেকে পিছিয়ে অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৫-৩১ তারিখে। আফ্রিকা উপআঞ্চলিক বাছাইপর্বের ‘এ’ তে অংশ নেওয়ার কথা ছিল ঘানা, লেসোথো, রুয়ান্ডা, মালাভি, সেচেলস, উগান্ডা ও সোয়াজিল্যান্ডের।

বাছাইপর্ব ‘বি’ তে খেলার কথা রয়েছে বতসোয়ানা, ক্যামেরন, মোজাম্বিক, সিয়েরা লিওন, সেন্ট হেলেনা ও তাঞ্জানিয়ার। আর আফ্রিকা বাছাই পর্ব নভেম্বরের ২৪-২৭ তারিখে অনুষ্ঠিত হবে। নাইজেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাইপর্বে কেনিয়া-নাইজেরিয়ার সঙ্গে অংশ নেবে উপ আঞ্চলিক আফ্রিকা ‘এ’ ও ‘বি’ বাছাইপর্ব উৎরে আসা শীর্ষ দলগুলো। পাশাপাশি ছেলেদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্ব ডিভিশন ২ এ বছরের জুন থেকে পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে। আর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা পর্বের বাছাইপর্ব এক মাস পিছিয়ে অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.