বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এ রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো।
আজ বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট সিলেটের উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ঘণ্টা ১০ মিনিট সময়ে প্লেনটি সিলেট গিয়ে পৌঁছে।
বুধবার চট্টগ্রাম বিমানবন্দরে প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন তারা।
প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট চালু ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ দিন যাত্রীদের জন্য ১৭ শতাংশ ভাড়া ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে ভাড়া সর্বনিম্ন চার হাজার ২০০ টাকা। আর রিটার্ন টিকিট ভাড়া আট হাজার ৪০০ টাকা। তবে তারিখ ও আসন খালি থাকার ওপর নির্ভর করবে এ ভাড়া।
চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ রুটের টিকিটও বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.