ডাটা মাইগ্রেশনের জন্য গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে।
আজ সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকটির আবেদনে প্রেক্ষিতে আগামী ১ এপ্রিল হতে ৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
অর্থসূচক/এনএইচ/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.