রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আদালতে করা রাষ্ট্রদ্রোহের মামলার বিচারকাজ শুরু হয়েছে। টেলিভিশনে টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের হয়।

আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলার শুনানি শেষে এই অভিযোগ গঠন করা হয়। আগামী ২৪ মে মামলার সাক্ষ্য শুরুর তারিখ ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম গত বছরের ১৯ সেপ্টেম্বর আদালতে একটি নালিশি মামলা করেন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রদ্রোহের ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন। এর আগে আসামিপক্ষের আইনজীবী এনামুল হক মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.