অভিযোগ করে ভোক্তার পকেটে কোটি টাকা

গত সাড়ে ৭ বছরে জাতীয় ভোক্তা অধিদফতরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৪০ হাজার অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এসব অভিযোগের প্রায় ৯৬ শতাংশ নিষ্পত্তি করেছে সংস্থাটি। আর অভিযোগ ক‌রে ৬ হাজার ৬৪৫ জন ভোক্তা পুরস্কার হিসেবে পে‌য়ে‌ছেন এক কো‌টি ১৬ লাখ টাকা।

আজ রোববার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপল‌ক্ষে এ সংবাদ স‌ম্মেল‌নের আ‌য়োজন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন অধিদফত‌রের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা, প‌রিচালক শামীম আল মামুন, উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আফ‌রোজা রহমান, শাহনাজ সুলতানা, মাসুম আরে‌ফিন, বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল প্রমুখ।

অধিদফতরের তথ্য অনুযায়ী, চল‌তি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৮২৭টি। অথচ ৭ বছর আগে ২০১৩-১৪ বছ‌রে ১৬ কোটি ভোক্তার মধ্যে অভিযোগের সংখ্যা ছিল মাত্র ১৭৯টি। ৭ বছরে অভিযোগের সংখ্যা বেড়েছে ৫১ গুণের বে‌শি।

ভোক্তা অধিকার অধিদফতর জানায়, ২০০৯-১০ সাল থে‌কে ২০১৩-১৪ অর্থবছ‌রে ভোক্তাদের অভিযোগের সংখ্যা ছিল মাত্র ১৭৯টি। পর্যায়ক্র‌মে ২০১৯-২০ অর্থবছরে অভিযোগের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ১৯৫টি।

অধিদফত‌রের কার্যক্রম শুরুর পর থে‌কে থে‌কে সব‌শেষ চল‌তি বছ‌রের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৯ হাজার ৮০১টি অভিযোগ জমা প‌ড়ে‌ছে। এর মধ্যে ৩৭ হাজার ৯০৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তিহীন এবং তদন্তাধীন অবস্থায় রয়েছে ১৮৯২টি অভিযোগ। আলোচিত সম‌য়ে অভিযোগের নিষ্পত্তি ক‌রে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে ৪ কো‌টি ৭০ লাখ ৮৬ টাকা। এর ম‌ধ্যে ৬ হাজার ৬৪৫ জন ভোক্তা পুরস্কার হিসে‌বে পে‌য়ে‌ছেন এক কো‌টি ১৬ লাখ ২৫২ টাকা।

চল‌তি বছ‌রের ফেব্রুয়া‌রি‌ পর্যন্ত বাজার অভিযান পরিচালনা ক‌রে ৯৭ হাজার ৩০৯টি প্র‌তিষ্ঠান‌কে ৬৮ কো‌টি ১৩ লাখ ২০ হাজার ৪৪২ টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। সব মি‌লি‌য়ে এ পর্যন্ত মোট ৭২ কো‌টি ৮৪ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে (ধারা ৪৩)। এ অপরা‌ধে ২১ কো‌টি ৭৬ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

পণ্যের মোড়ক ব্যবহার না করায় জ‌রিমানা করা হ‌য়ে‌ছে ১৩ কো‌টি ৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ কো‌টি ৭৮ লাখ ২০ হাজার টাকা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বি‌ক্রির অপরা‌ধে ৫ কো‌টি ১২ লাখ ৬২ হাজার টাকা এবং ওজন বা পরিমাপের কারচুপির অপরা‌ধে ৫ কো‌টি ৪ লাখ ২৪ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

অধিদফতর সূত্র জানায়, ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়েছিল। এ আইনে ভোক্তারা অভিযোগ করতে পারেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শাস্তি হিসেবে জরিমানা বা কারাদণ্ডের বিধান রয়েছে। জরিমানা হলে ভোক্তাকে মোট জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.