মিঠুন চক্রবর্তীর নিরাপত্তায় ১১ কমান্ডো

বিজেপিতে যোগ দেয়ার পরই নিজের নিরাপত্তায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বুধবার (১০ মার্চ) তার নিরাপত্তার ব্যবস্থা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার (৭ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন মিঠুন।

এখন থেকে এই অভিনেতার নিরাপত্তায় সিআইএসএফের ১১ জন কমান্ডো থাকবে বলে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়। এটা হচ্ছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।

বিজেপিতে যোগ দেয়ার সময় পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ বলেছিলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন দেখিনি যে বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের বড় নেতা মোদিজি এই মঞ্চে আসবেন, আর আমি সেখানে থাকব। এটা স্বপ্ন নয় তো কী!

২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে নির্বাচন। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। আর ২ মে ফল প্রকাশ করা হবে। আট দফার এই ভোটে নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ভোট হবে। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপক্ষে বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী। শোনা গিয়েছে, শুভেন্দুর জন্য প্রচারে যেতে পারেন মিঠুন চক্রবর্তী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.