করোনার টিকা নেবেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পর এবার করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) টিকার প্রথম ডোজ নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে টিকা নেবেন রাষ্ট্রপতি।’ এর আগে ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন।

২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন এবং নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.