কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন লাখের বেশি পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে বিজিবি।
আজ (৯ মার্চ) ভোররাতে মাদক উদ্ধার অভিযানে ওই দুইজন নিহত হন বলে দাবি করেছে বিজিবি। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। কয়েকজন লোক দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মাদক পাচারকারীরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.