শাহীনের মাঠ ও মাঠের বাইরে সফল্যের জন্য আফ্রিদির শুভকামনা

পাকিস্তান দলের নতুন সেনসেশন শাহীন আফ্রিদি। আর পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় শহীদ আফ্রিদিকে। যদিও এই দুজনের মধ্যে পারিবারিক কোনো সম্পর্ক ছিল না এতোদিন। তাদের মিল ছিল শুধু গ্রোত্রনামেই। এবার তারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন শাহীন।

গত শনিবার শহীনের পরিবার থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিলে। এবার শহীদ আফ্রিদিও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি একটি টুইটে শাহীনের জন্য শুভকামনা জানিয়ে বলেছেন, ‘আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব নিয়ে এসেছিল। দুই পরিবারই সম্মত হয়েছে। আল্লাহ যদি চায় তাহলে এটা সম্ভব। শাহীনের মাঠে ও মাঠের বাইরের ধারাবাহিক সাফল্যের জন্য দোয়া রইলো।’

সবকিছু ঠিক থাকলে শাহীন এবং আকসারর আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে। মূলত আফ্রিদির মেয়ের পড়াশোনার শেষ হওয়ার জন্যই অপেক্ষা করবে দুই পরিবার। শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আকসা আফ্রিদি সবার বড়। তাঁর বয়স এখন ২০। শাহীনের বয়সও একইসমান। পাকিস্তানের ক্রিকেটীয় এই দুই পরিবারের নতুন সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে।

শহীদ আফ্রিদি তাঁর মেয়েদের নিয়ে বেশ গর্বিত। কারণ আত্মজীবনীর এক অংশে আফ্রিদি বলেছেন, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কি, একেকজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওদের সবাই আশীর্বাদের মতো।

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.