সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শেষ

আলোর ঝলক দেখিয়ে রোববার শুরু হয়েছিল পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। দ্বিতীয় দিন সোমবারও সূচকের উর্ধমুখী ধারা বজায় ছিল। আজ (৮ মার্চ) বাজারে সব মূল্যসূচক বেড়েছে। তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ।

আজ সূচকের উর্ধমুখী ধারাকে সঙ্গী করেই লেনদেন শুরু হয় বাজারে। তবে দিনভর সূচকের অনেক উঠা-নামা ছিল। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৬০৪ দশমিক ৩৮ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ০৮ পয়েন্ট বেশি।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ দশিক ৯৪ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে ৭২১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৫ কোটি ২৪ লাখ টাকার কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার।

আজ ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬১ দশমিক ৭৭ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.