মেসির নৈপুণ্যে শীর্ষস্থানের আরও কাছে বার্সেলোনা

শেষ আট ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। সে ধারায় ছেদ পড়ল শনিবার রাতে। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করালেন দুটো গোল। তাতেই ওসাসুনার মাঠে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে কাতালানরা। ব্যবধান কমিয়েছে লা লিগার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে দুইয়ে। তবে ম্যাচ দুইটি কম খেলেছে অ্যাটলেটিকো। যে কারণে এখনও বেশ নির্ভারই বলা চলে তাদের।

অবশ্য রোববার রাতে অ্যাটলেটিকোর সামনে রয়েছে কঠিন ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। এই ম্যাচে অ্যাটলেটিকো হেরে গেলে বড় লাভ হবে বার্সেলোনার। তখন শীর্ষস্থানের আরও কাছেই থাকতে পারবে তারা।

পরদিনই মাদ্রিদ ডার্বি, তাই শনিবারের ম্যাচটি জিতে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছে বার্সেলোনা। দলের জয়ে গোল দুইটি করেছেন জর্দি আলবা ও ইলাইস মরিবা। দুইটি গোলেই এসিস্ট করেছেন লিওনেল মেসি। এছাড়া গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্ক টের স্টেগান।

বিপদসীমায় আগুয়ান জর্দি আলবাকে উদ্দেশ্য করে মাঝমাঠ থেকে পাসটা দিয়ে বসবেন লিওনেল মেসি, বিষয়টা হয়তো ভাবনাতেই ছিল না ওসাসুনা রক্ষণের। ক্যারিয়ারজুড়ে অসংখ্যবার করা অচিন্তনীয় কাজটাই করলেন মেসি, তাতে হকচকিয়ে যায় ওসাসুনা রক্ষণভাগ। আলবা কোণাকুণি শটটাও ছিল দুর্দান্ত। দুজনের যুগলবন্দীতে ৩০ মিনিটে এগিয়ে যায় কাতালানরা।

সেভিয়ার বিপক্ষে লিগ ও কোপার দুই ম্যাচের পর শনিবার রাতেও বার্সেলোনা নেমেছিল ৩-৫-২ ছকে। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনাল থেকে এ ম্যাচের দলে ছিল দুটো পরিবর্তন। চোট পাওয়া জেরার্ড পিকের জায়গা নিয়েছিলেন স্যামুয়েল উমতিতি, আর উসমান দেম্বেলের পরিবর্তে শুরুর একাদশে ঢুকেছিলেন অ্যান্টোয়ান গ্রিজমান।

পিকের অনুপস্থিতিতে রক্ষণ শুরুতে কিছুটা নড়বড়েই ছিল। ১৫ মিনিটে দারুণ ড্রিবলে বার্সা রক্ষণ ভেঙে সতীর্থ কিকে বারহাকে বল বাড়ান জোনাথন কাইয়েরি, বারহার শটটা কোনোক্রমে ঠেকিয়ে কাতালানদেরকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। এর ৮ মিনিট পর কাইয়েরির শট উমতিতির পা ছুঁয়ে বেরিয়ে যায় পোস্টের একটু বাইরে দিয়ে। এরপরই মেসির সেই পাস আর আলবার গোল।

মিনিট চারেক পরই অবশ্য সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। তবে রুবেন গার্সিয়ার শটটা ছিল বরাবর, ঠেকাতে কোনো সমস্যাই হয়নি বার্সা গোলরক্ষকের। এক গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধের শুরুতে উমতিতিকে তুলে নামায় উসমান দেম্বেলেকে। ফলে আক্রমণের ধার বাড়ে আরো। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির আগুনে শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান ওসাসুনা গোলরক্ষক।

৬৭ মিনিটে মেসির ফ্রি কিক একটুর জন্য পায়নি জালের দেখা, নাহয় টানা গোল করার ধারাটা বিস্তৃত হতো আরো এক ম্যাচ। সেটা হয়নি, তবে ম্যাচে মেসি আলো ছড়িয়েছেন তারপরও। ৭৯ মিনিটে আবারও আলবাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, এবার গোলরক্ষকের প্রচেষ্টায় গোলবঞ্চিত থাকেন বার্সা উইংব্যাক। তবে ৮৩ মিনিটে আর বার্সাকে গোল থেকে দূরে রাখতে পারেননি ওসাসুনা গোলরক্ষক। মেসির পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ইলাইশ মরিবা। কাতালানদের হয়ে এটিই তার প্রথম গোল। তার এই গোলে জয়ও নিশ্চিত হয়ে যায় মেসিদের।

প্রতিপক্ষের মাঠে এটি তাদের টানা অষ্টম জয়। আর লিগে দলটি অপরাজিত রইল ১৫ ম্যাচে। ২৬ ম্যাচ শেষে দলটির সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬ পয়েন্ট। তাতে লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান কমে দাঁড়াল দুই পয়েন্টে। আর রিয়াল এক ম্যাচ কম খেলে অর্জন করেছে ৫৩ পয়েন্ট, আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.