ইংল্যান্ডকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ভারতের জন্য সমীকরণটা ছিল বেশ সহজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটা ড্র করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাতো বিরাট কোহলির দল।

তবে সেই সহজ হিসেবে গেল না ম্যান ইন ব্লু’রা। দাপটেই শেষ করলো সিরিজ, ইংলিশদের দিল ইনিংস হারের লজ্জা। আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডকে ইনিংস এবং ২৫ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।

শনিবার (০৬ মার্চ) টেস্টের তৃতীয় দিন বিকেলে রবিচন্দ্রন অশ্বিনদের সামনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট মাত্র ১৩৫ রানে। দুই স্পিনার অশ্বিন ও অক্ষর প্যাটেল দুজনই নিয়েছেন ৫টি করে উইকেট।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলে ২০৫ রান। ভারত ১ম ইনিংস করেছিল ৩৬৫। ৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। কিন্তু ফের ব্যর্থ ব্যাটসম্যানরা। এবার অলআউট মাত্র ১৩৫ রানে। সব মিলিয়ে ইনিংস ও ২৫ রানের জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করল বিরাট কোহলির দল।

ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। তার পথ ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা। জুনে লর্ডসে শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহালিরা।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৫/১০ (বেন স্টোকস ৫৫, ড্যান লরেন্স ৪৬, ওলি পোপ ২৯, জনি বেয়ারস্টো ২৮; অক্ষর প্যাটেল ৪/৬৮, রবিচন্দ্রন অশ্বিন ৪/৪৭)

ভারত প্রথম ইনিংস: ৩৬৫/১০ (রিশাভ পান্ত ১০১, ওয়াশিংটন সুন্দর ৯৬, রোহিত শর্মা ৪৯, অক্ষর প্যাটেল ৪৩; বেন স্টোকস ৪/৮৯, জেমস অ্যান্ডারসন ৩/৪৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৩৫/১০ (ড্যান লরেন্স ৫০, জো রুট ৩০, ওলি পোপ ১৫; অক্ষর প্যাটেল ৫/৪৮, রবিচন্দ্রন অশ্বিন ৫/৪৭)

ফল: ভারত ইনিংস এবং ২৫ রানে জয়ী।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.