জাতীয় লিগের শুরুতে নাও খেলতে পারেন মাশরাফি

করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যায়। ক্রিকেটারদের টিকা দেয়ার পর ঘরোয়া ক্রিকেট পুনরায় চালু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই আবারও ঘরোয়া ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলার সম্ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার।

সবকিছু ঠিক থাকলে ২০ অথবা ২২ মার্চ শুরু হতে পারে লাল বলের এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে মাশরাফিকে রেখেই ৩৩ জনের দল বিসিবির কাছে পাঠিয়েছে খুলনা। মূলত প্রস্তুতির ঘাটতি থাকায় জাতীয় লিগের মাঝামাঝি আবারও ক্রিকেটের ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় লিগে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি, এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো চারদিনের, তাই শুরুতে হয়তোবা চিন্তা নেই (খেলার), দেখা যাক।’

গত বছরের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে চলতি বছরই মাঠে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে তাঁকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে দলেও তাঁকে রাখা হয়নি। গেল বছর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মাশরাফি।

তিনি আরও বলেন, ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, সো আল্টিমেটলি তো আমার মনে হয় না কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। সো বিসিবি থেকে যদি কোনো প্ল্যান আসে, তারপরে হয়ত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রিপারেশন নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ডমেস্টিক ক্রিকেট শুরু হবে, যেহেতু হচ্ছে এনসিএল। তারপর দেখা যাক।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.