কুমিল্লার দাউদকান্দিতে আগুনে পুড়ে মারা গেছেন মা সালেহা বেগম (৩০) ও মেয়ে ফারজানা আক্তার (১২)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগরে এ ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী। তাদের মেয়ে ফারজানা আক্তার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভেলানগরের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর ঘরে হঠাৎ আগুন দেখতে পান বাড়ির লোকজন ও স্থানীয়রা। এরপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এরপর ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়রা ঘরের ভেতরে ঢুকে দেখেন আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। যে ঘরটিতে আগুন লেগেছে, সেটি ছিলো টিনের ঘর। ঘটনার সময় ওই ঘরে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন।
রাত ১টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.