শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০টি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উপশাখাসমূহের উদ্বোধন করেন।
উপশাখাগুলো হলো- গাজীপুরে সাইনবোর্ড উপশাখা, ঢাকার কেরানীগঞ্জে বন্দ ছাটগাঁও জিনজিরা উপশাখা, চট্টগ্রামের পাহাড়তলীতে বউবাজার উপশাখা ও বাড়তাকিয়ায় বড় দারোগারহাট উপশাখা, রাঙ্গামাটিতে রিজার্ভ বাজার উপশাখা, কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা উপশাখা, খুলনার কপিলমুনিতে কয়রা উপশাখা, নওগাঁয় সান্তাহার উপশাখা ও মাতাজী হাট উপশাখা এবং শরীয়তপুরের ডামুড্যায় সখীপুর উপশাখা।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের সম্মানিত উপদেষ্টা মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.