সিডনি থান্ডারে এক ঝাঁক বাংলাদেশি

অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটিদের নিয়ে প্রতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হোম ওয়ার্ল্ড থান্ডার নেশন কাপ। বিগ ব্যাশের দল সিডনি থান্ডার প্রতিবছরই টুর্নামেন্টটি আয়োজন করে থাকে। যেখানে গতবারের ন্যায় এবারও অংশগ্রহণ করছে বাংলাদেশ কমিনিউটি দল।

ইতোমধ্যে বাংলাদেশের দলটি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির হয়ে অধিনায়কত্ব করছেন আসিফ অনিক। এবারের আসর শুরুর আগের রেকর্ড সংখ্যক বাংলাদেশি ট্রায়ালের জন্য নাম লিখিছিলেন। যেখান থেকে সেরা ১১জনকে বাছাই করেছে বাংলাদেশের এই দলটি।

সেমিফাইনালে খেলতে নামার আগে দলটির অধিনায়ক আসিফ জানিয়েছেন, ‘বাংলাদেশ একটি ক্রিকেট পাগল দেশ। যে কোনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া আমার জন্য স্বপ্নের মতো, বিশেষ করে বিদেশের মাটিতে। এটি আমার জন্য বড় একটি দায়িত্ব। আমি অনুভব করি যে আমাদের ক্রিকেটাররা দারুণ প্রতিভাবান এবং তাঁদের নিজেদের দিনে যেকোন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। দলগতভাবে কাজ করাটা এই ফরম্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

দলটির আরেক ক্রিকেটার মোহামিনুল ইসলাম চৌধুরি বলেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সিডনি থান্ডারকে ধন্যবাদ কারণ আমি বিভিন্ন কমিনিউটির বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে খেলতে নামব। আমি নিশ্চিত যে এটি আমার ক্রিকেটীয় দক্ষতা বাড়িয়ে তুলবে এবং আমি কিছু ভাল অভিজ্ঞতা পেতে চলেছি।’

ব্ল্যাকটাউন আন্তর্জাতিক স্পোর্টস পার্কে আগামী ১৪ মার্চ সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশ কমিনিউটি। টুর্নামেন্টটির মাধ্যমে নতুন বন্ধু তৈরি হচ্ছে জানিয়ে মোহাইমিনুল আরও বলেন, ‘ফিট থাকা, প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করার সময় নতুন বন্ধু তৈরি হওয়া ও নতুন লোকের সঙ্গে দেখার করার জন্য ক্রিকেটই সর্বোত্তম উপায়। থান্ডার নেশন কাপ আমাদেরকে বিভিন্ন কমিনিউটির মানুষদের সঙ্গে দেখা করার ও খেলার সুযোগ করে দেয়।’

বাংলাদেশ কমিনিউটি দল: রাজিব সরকার, রায়হান কবির, পুলক রেমা, শাফকাত সিয়াম, মোহাইমিনুল ইসলাম চৌধুরি, আসিফ অনিক, আশিক বর্মন, শিমুল নাথ, মোহাম্মদ আল কাপি, অনির্বান মিত্র এবং ফজলে রাব্বি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.