বুড়িগঙ্গার পাড়ে ৭ তলা ভবনসহ ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুরান ঢাকার শ্যামবাজার থেকে ফরাশগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাততলা ভবন, পাঁচটি একতলা টিনশেড ভবন, ১২টি একতলা আধাপাকা দোকান, দুটি একতলা গোডাউন ও ১৮টি টঙঘর উচ্ছেদ করা হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.