ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শেষটা যেখানে হয়েছিল চতুর্থ দিন শুরুটা সেখানেই করেছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম ঘন্টায় ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর উইকেট না হারালেও মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯৮ রান। দ্বিতীয় ইনিংসে ক্রেগ ব্রাথওয়েটের দল এগিয়ে আছে ২১১ রানে।

প্রথম সেশনের তিনটি উইকেটের মধ্যে দুটি নিয়েছেন আবু জায়েদ রাহি আরেকটি তাইজুল ইসলাম। দিনের প্রথম ঘন্টায় নিয়ন্ত্রিত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপে রাখেন বোলাররা। যার সুফল আসে পঞ্চম ওভারেই। রাহির বলে লেগ বিফরের ফাঁদে পরেন জোমেল ওয়ারিকান। ২২ বলে ২ রান করে ফেরেন এই নাইট ওয়াচম্যান।

এরপর কাইল মায়ার্স এবং এনক্রমা বোনার মিলে দলকে এগিয়ে নিলেও আবারও আঘাত হানেন রাহি। মায়ার্সকেও লেগ বিফরের ফাঁদে ফেলেন এই পেসার। খানিক পর তাইজুল তুলে নেন জারমেইন ব্ল্যাকউডকে। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন জশুয়া ডি সিলভা। তাকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ২৫ রান যোগ করেন বোনার। তার মধ্যে ২০ রানই আসে সিলভার ব্যাট থেকে। এ ছাড়া ৩০ আনে অপরাজিত আছেন বোনার।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১১৩ রান। এখন পর্যন্ত তাদের লিড ২২৬ রান।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.