গাপটিলকে রেখেই নিউজিল্যান্ডের দল ঘোষণা

চোটাক্রান্ত মার্টিন গাপটিলকে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গাপটিল মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। স্কোয়াডে জায়গা পেতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। ১৪ সদস্যের দলে স্ট্যান্ড বাই হিসেবে আছেন ফিন এ্যালেন।

গাপটিল এই ইনজুরির কারণে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ সুপার স্ম্যাশের ২টি ম্যাচ খেলতে পারেননি। এ ছাড়া সম্প্রতি ব্যাট হাতেও খুব ভালো ফর্মে নেই তিনি। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে গাপটিল করেছিলেন মাত্র ৪৬ রান। অন্যদিকে এ্যালেন সুপার স্ম্যাশ লিগে অসাধারণ ব্যাটিং করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫১২ রান। যেখানে হাফ সেঞ্চুরি করেছেন ৬টি। তবুও গাপটিলকে ছাড়তে চায় না টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘ফিন অসাধারণ ফর্মে আছে এবং সে অবশ্যই একজন প্রতিভা ক্রিকেটার। মার্টিন আমাদের বর্তমান ওপেনার এবং আমাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান সংগ্রাহক। তাই আমরা তাকে শীর্ষে রেখে কাজটি করতে সমর্থন করছি। তবে তাকে তার ফিটনেস প্রমাণ করতে হবে এবং জেনে রাখা ভাল যে তাঁর পরিবর্তে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিন প্রস্তুত আছে।’

যথারীতি দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকবেন কেন উইলিয়ামসন। গত পাকিস্তান সিরিজের দলে থাকা ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেরও নিজেদের জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া জেমস নিশামও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, ফিন অ্যালেন (স্ট্যান্ডবাই)।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.