করোনা: ৯ মাসে সবচেয়ে কম মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। এরমধ্যে আবার করোনার নতুন প্রজাতি সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। তবে বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে করোনার নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গতকালের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এ আগে গত বছরের ৬ মে ৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪১৮, ৩৮৮, ৩৮৭, ৩১৬, ২৯২, ৩০৫ ও ৪৩৫ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার দুই দশমিক ৮২ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৪ দশমিক ১৩ শতাংশ পজিটিভ।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৪০৪ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৫৩৯৯৭৫ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ০৫ জনের

মোট মৃত্যু হয়েছে: ৮২৫৩ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৪২২ জন

মোট সুস্থ হয়েছেন: ৪৮৬৩৯৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ০৯, ১০, ৮, ১৬, ১৫, ৮ ও ৭ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২৫৩ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮১ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৮ শতাংশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.