ফেব্রুয়ারি-মার্চে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। তবে আসন্ন এই সিরিজে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ টবি রেডফোর্ডকে পাবে না বাংলাদেশ। মূলত অসুস্থতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তাঁর। এই ইংলিশ কোচের পরিবর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন চম্পাকা রামানায়েক।
আজ (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইমন হেলমটের বদলি হিসেবে গেল বছরের অক্টোবর বাংলাদেশ এইচপি দলের দায়িত্ব নিয়েছিলেন রেডফোর্ড। এরপর বাংলাদেশে এসে তরুণদের ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন কাজ করেছেন এই ইংলিশ কোচ। যার ফলও পেয়েছেন হাতে নাতে। রেডফোর্ডের অধীনে কাজ করা ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। তবে আইরিশদের বিপক্ষে পাওয়া যাবে না তাঁকে। যে কারণে চট্টগ্রামে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান চম্পাকা।
বিষয়টি নিশ্চিত করে এইচপির ম্যানেজার জামাল বাবু বলেন, ‘অসুস্থ থাকার কারণে টবি বাংলাদেশে আসছে না এবং আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দলের সঙ্গে থাকবে না। চম্পাকা ইতোমধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে এবং পুরো সিরিজে সে দায়িত্বে থাকবে।’
আকবর আলী-সাইফ হাসানদের সঙ্গে সিরিজ খেলতে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আইরিশরা। সিরিজে ১টি চারদিনের ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ডই।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড (প্রাথমিক): মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইমন, শামীম পাটোয়ারি, শফিকুল ইসলাম ইমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন ও আকবর আলী।
আয়ারল্যান্ড উলভস স্কোয়াড: মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, পিটার চেজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, জোনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হিউম, জেরেমি ল’লর, জশ লিটল, জেমস ম্যাককুলাম, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফর ২০২১ এর সূচি-
একমাত্র ৪ দিনের ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি-১ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম ওয়ানডে- ৫ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ৭ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪র্থ ওয়ানডে- ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
৫ম ওয়ানডে- ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১ম টি-টোয়েন্টি- ১৭ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২য় টি-টোয়েন্টি- ১৮ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.