ব্যাংক কর্মকর্তাদের টিকা নেওয়ার আহ্বান গভর্নরের

ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, সমষ্টিগত নিবন্ধনের সুযোগ না থাকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় নিজে নিবন্ধন করে টিকা নেবেন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে টিকগ্রহণ শেষে এ আহ্বান জানান তিনি।

নিজের টিকা নেয়ার কথা জানিয়ে গভর্নর ফজলে কবির বলেন, খুব সুন্দরভাবে টিকা নিয়েছি। এখানে সবাই ভালো সেবা দিয়েছে। টিকা থেকে শুরু করে সবকিছুই খুবই সিস্টেমেটিক। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অসাধারণ সিস্টেম করেছে।

ব্যাংকারদের টিকাগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, টিকাগ্রহণে সমষ্টিগত নিবন্ধনের সুযোগ নেই। এখানে সবাই স্বেচ্ছায় নিবন্ধন করবেন। সেভাবেই তারা গ্রহণ করবেন এবং তারা এই সুবিধা ভোগ করবেন। আমি শুনেছি- অন্যান্য জায়গার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিটসহ সব জায়গার মানুষদের অভিজ্ঞতা খুব ভালো।

অর্থসূচক/এনএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.