ফের নিশোর গল্পের নায়িকা মেহেজাবিন

ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। লম্বা সময়ের ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে নিজেকে দর্শকের সামনে মেলে ধরেছেন। অভিনয়ের পাশাপাশি তার লিখা গল্পে নির্মিত হয়েছে বেশ কয়েকটি নাটক। সেই ধারাবাহিকতায় এবার তার গল্প অবলম্বনে নির্মিত হলো একক নাটক ‘কাজলরেখা’। এতে রেখা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

আফরান নিশোর গল্প ভাবনা থেকে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে এটি নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটা তেমনই। এরমধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। আর নাটকটি মুক্তির পর দর্শক তা দেখতে পাবেন।’

এ নাটকে কাজল চরিত্রে দেখা যাবে নিশোকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.