সেঞ্চুরি হলো না সাকিবের

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৪২ রান করেছিল টাইগাররা। ৩৯ রানে অপরাজিত থাকা সাকিব আল হাসান ও ৩৪ রানে অপরাজিত থাকা লিটন দাস দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন।

যদিও দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম সেশনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন লিটন। ৬৭ বলে ৩৮ রান করেছেন এই ডান হাতি ব্যাটসম্যান।

এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে রঙিন পোশাকের ক্রিকেটে তিন ম্যাচ খেললেও সাদা পোশাকের ক্রিকেটে এবারই প্রথম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে হাফ সেঞ্চুরি করেন সাকিব। ১১০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেও সেটি সেঞ্চুরি করতে পারলেন না তিনি। রাকিম কর্নওয়ালের বলে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ১৫০ বলে ৬৮ রান করে সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.