বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্র দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপরে ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ চরিত্রেও দর্শকপ্রিয়তা পান তিনি। এক কথায় যেই চরিত্রেই অভিনয় করেন না কেনো, সেখানেই নিজেকে ফুটিয়ে তুলতে পারদর্শি এই অভিনেতা। এছাড়া ব্যাচেলর পয়েন্ট নাটকের জন্য অনেকেই তাকে ‘কাবিলা’ নামেও ডাকে। আজ তার জন্মদিন।
পলাশের বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। তবে শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে। মা ন্যাওটা পলাশ গভনমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তেই মুস্তফা সরয়ার ফারুকীর কাজ দেখতেন। আর এরপরেই তার ভক্ত হয়ে যান।
পলাশ দুই বছর মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিন বছর একই কাজ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেলের সঙ্গে। কিন্তু এই সহকারী পরিচালক হুট করে হয়ে গেলেন অভিনেতা! সেখানে সফলও। পলাশ অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ অসংখ্য নাটকে।
পরিচালনা করেছেন ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’ ও ‘সারপ্রাইজ’ নাটক। আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে। তবে সবচেয়ে আলোচিত চরিত্র ‘কালা জইস্যা’। কাবিলার ভবিষ্যতে নাটক পরিচালনা করবেন। একই সঙ্গে অভিনয়টাও চালিয়ে যেতে চান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.