লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

সূত্র জানায়, কাট্টালি টেক্সটাইল নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

অন্যদিকে এস.আলম কোল্ড রোল্ড নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পরযন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পরযন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

যারা চট্টগ্রাম এবং কক্সবাজারের বিনিয়োগকারী তাদের লভ্যাংশ এস.আলম ভবন,২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কাট্টালি টেক্সটাইল ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ। অন্যদিকে এস.আলম কোল্ড রোল্ড স্টিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.