কারাগারে নারীসঙ্গ: আজ জমা হতে পারে তদন্ত প্রতিবেদন

গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদের সঙ্গে এক নারী র্দ্শনার্থীর একান্তে অবস্থানের সুযোগ করে দেওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হতে পারে আজ।

রোববার (৩১ জানুয়ারি) কারা অধিদপ্তরে জমা দেওয়ার পর প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরই মধ্যে গাজীপুর জেলা প্রশাসকের দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অর্থিক খাতের কেলেঙ্কারিতে অভিযুক্ত হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের ভায়রা ও হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে কারাগারে সম্প্রতি এক নারীর একান্তে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবুল কালামকে প্রধান করে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১২ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমটির অপর সদস্যরা হলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও ওয়াসিউজ্জামান চৌধুরী। এরপর ২১ জানুয়ারি তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করে কারা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তুষার ও ওই নারীর সঙ্গে কথা বলেছে। এ ছাড়া এ ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরায় যাঁদের ছবি ধরা পড়েছে এবং যাঁদের ছবি ধরা পড়েনি, কিন্তু জড়িত আছেন-তাঁদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। গতকাল শনিবার কমিটি কারা অধিদপ্তরে বৈঠক করে প্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করেছে বলে জানা গেছে। আর আজ কমিটি প্রতিবেদন জমা দিতে পারে। এ ঘটনায় সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা, ডেপুটি জেলার গোলাম সাকলাইনসহ ১০-১২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানা গেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.