নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন তানহা

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে নিয়োমিত কাজ করলেও বেশ কিছু দিন হলো বড় পর্দায় দেখা মিলছে না তানহার। তবে নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন এই নায়িকা।

দীর্ঘদিন পর ফের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তানহা। ‘বিয়ে আমি করবো না’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির পরিচালক রকিবুল আলম রকিব। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় তানহা তাসনিয়ার বিপরীতে অভিনয় করছেন মডেল ইমন।

নতুন সিনেমাটি নিয়ে নায়িকা তানহা তাসনিয়া বলেন, দীর্ঘদিন পর নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। গল্প শুনেই জানিয়েছি, আমি সিনেমা করবো। ১৭ তারিখ থেকে সাভারে শুটিংয়ে যোগ দেব। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। আশা করি ভালো কিছু হবে।

এদিকে তাহনা বেশ কিছু বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

অর্থসূচক/এএইচআর

মন্তব্য
Loading...