ম্যারাডোনার মৃত্যু নানা প্রশ্নের জট খুলবে ওয়েব সিরিজে

প্রায় দুমাস আগে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। তিনি চলে গেলেও তার মৃত্যুরহস্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ঠিক কীভাবে তিনি মারা গিয়েছেন, তা নিয়ে রয়েছে নানা মত। নতুন খবর হলো ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে নির্মাণ করা হয়েছে নতুন একটি ওয়েব সিরিজ।

`হোয়াট কিলড ম্যারাডোনা?’ শিরোনামের সিরিজে ৬০ বছর বয়সী ওই কিংবদন্তির মৃত্যু রহস্য উঠে আসবে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

জানা গেছে, ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ম্যারাডোনার এজেন্ট জন স্মিথ। ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন ঘটনার বর্ণনা দেবেন তিনি।

আমেরিকান গণমাধ্যম ভ্যারিটি জানায়, যুক্তরাজ্যের আইটিএন প্রডাকশনের ব্যানারে তৈরি হবে ওয়েব সিরিজটি। চলতি বছর শেষের দিকে ডিসকভারি প্লাসে মুক্তি পাবে ‘হোয়াট কিলড ম্যারাডোনা?’ ওয়েব সিরিজটি।

২০০০ সালে একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ম্যারাডোনা। সেবার দীর্ঘদিন পর হাসপাতাল থেকে মুক্তি পান তিনি। ২০০৫ সালেও জটিল রোগে ভুগতে হয়। পরবর্তীতে ২ বছর পুনর্বাসনে কাটাতে হয়েছিল তাকে।

অর্থসূচক/এএইচআর

তুমি এটাও পছন্দ করতে পারো
মন্তব্য
Loading...