প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। তার পরবর্তী সিনেমা ‘গুড লাক জেরি’। বর্তমানে এই সিনেমার শুটিংয়ের জন্য পাঞ্জাবে অবস্থান করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতের কৃষি বিলের বিপক্ষে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে জানভির সিনেমার টিম। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই সিনেমার শুটিং বন্ধ করে দেয় আন্দোলনরত কৃষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষি আন্দোলনের স্বপক্ষে কথা বলার জন্য শ্রীদেবী কন্যাসহ অন্যদের দাবি জানানো হয়।
জানা যায়, শুটিং চলাকালীন হঠাৎ করে বিক্ষোভরত কৃষকরা শুটিং সেট ঘেরাও করে। সেখানে সরকারের কৃষিবিল বিরোধী স্লোগান দেয়। কৃষকদের সমর্থনে মুখ খুললে তবেই আবার শুটিং শুরু করতে দেওয়া হবে এমন শর্ত দেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের দাবি, কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলনে বিষয়টি নিয়ে বলিউড মুখে কুলুপ এঁটে আছেন। এর প্রতিবাদ জানাতে শুটিং সাময়িক বন্ধ রাখা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে কৃষক আন্দোলনের সমর্থনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জানভি লেখেন, ‘কৃষকরা ভারতবর্ষের হৃদয়, দেশবাসীর মুখে অন্ন জোগাতে তারা কঠোর পরিশ্রম করেন, আমি এই বিষয়টিকে শ্রদ্ধা করি। আশাকরি খুব শিগগির এই সমস্যা দূর হবে এবং কৃষকদের জন্য উপকারী হবে।’
‘গুড লাক জেরি’ সিনেমার সেটে বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, বাধ্য হয়েই জানভি ইনস্টাগ্রামে পোস্টটি করেছিলেন।
‘গুড লাক জেরি’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেন। এটির প্রযোজনায় আছেন আনন্দ এল রাই।
অর্থসূচক/এএ/এমএস