ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই নছিমনের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.