গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে সাত মাসের শিশুর শরীরে এসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) শিশুটির বাবা ইমরান থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত এক প্রতিবেশী নারীকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বড়হর এলাকার নিজ বাড়ির উঠনো বসেছিলেন শিশুটির মা ও দাদী। কিছুক্ষণ পরে প্রতিবেশী সামসুন্নাহার সেখানে আসেন। এরপরে মা ও দাদী ওই প্রতিবেশীর কাছে শিশুটিকে রেখে বাড়ির গৃহস্থলীর কাছে যান। এই ফাঁকে ওই প্রতিবেশী শিশুটির কানে ও যৌনাঙ্গে এসিড ঢেলে পালিয়ে যান।
এসময় শিশুটির চিৎকারে মা-দাদীসহ পরিবারের অন্য সদস্যরা এসে স্থানীয় একটি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার বারডেম হাসপাতালে পাঠান। শিশুটি এখন বারডেমে চিকিৎসাধীন রয়েছে।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.