রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় কথা কাটাকাটি হয় সেলিনা খাতুন ও স্বামী রবিউল হোসেনের। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের বড় ছেলে রবিউলকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।
অর্থসূচক/কেএসআর