দর বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৪৩ বারে ৮৬ লাখ ৩৬ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৯০৪ বারে ৫৮ লাখ ৪২ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, ন্যাশনাল হাউজিং, প্রিমিয়ার লিজিং, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, মাইডাস ফাইন্যান্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।
অর্থসূচক/এসএ/