রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, আহত ২৩

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপ তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনায় নুর হাকিম নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৩ জন। এদিকে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আজ (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

এ তথ্য জানিয়ে টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ অ্যার্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্য গোলাগুলির ঘটনায় একজন মারা গেছে, আরও ২৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

 

অর্থসূচক/এএইচআর

মন্তব্য
Loading...