বৈশ্বিক মহামারি করোনার তাণ্ডব যেন থামছেই না। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। এরমধ্যে আবার করোনার নতুন প্রজাতি সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। আজ শনিবার (০২ জানুয়ারি) গতকালের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৬৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ৯৯০, ১০১৪, ১২৩৫, ১১৮১, ৯৩২, ১০৪৯ ও ৮৩৪ জন রোগী শনাক্ত হয়।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ১৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট নয় হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ৭ দশমিক ০৫ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল দেশে ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৪৯ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৫ দশমিক ৮৫ পজিটিভ।
আজ শনিবার (০২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ৬৮৪ জন
মোট আক্রান্তের সংখ্যা: ৫১৫১৮৪ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ২৩ জনের
মোট মৃত্যু হয়েছে: ৭৫৯৯ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৯৬৪ জন
মোট সুস্থ হয়েছেন: ৪৫৯৬২০ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।
গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৭, ২৮, ২২, ৩০, ২৭, ২৪ ও ৩০ জন।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫৯৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬৪ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২১ শতাংশ।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.