সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন সুদের হার কার্যকর: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের ওপর ১ জানুয়ারি থেকে বাজারভিত্তিক নতুন সুদের হার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ ব্যাংককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গভর্নর বলেন, এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছর মেয়াদে ৯ শতাংশ সুদ দেওয়া হবে। এছাড়া বড় অঙ্কের আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করে তিনি জানান, ডিপোজিটের বিপরীতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কারও ২০ কোটি টাকা জমা থাকলে তিনি ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আমানতকারীদের তারল্য সংকট দ্রুত সমাধানে সহায়তা করবে।

আমানতকারীদের সুরক্ষার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের মূল আমানত পুরোপুরি সুরক্ষিত এবং তা পর্যায়ক্রমে উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে। হঠাৎ সব অর্থ উত্তোলনের সুযোগ দিলে ‘স্ট্যাম্পিড উইথড্রল’ হওয়ার ঝুঁকি থাকে উল্লেখ করে তিনি জানান, নিয়ন্ত্রিতভাবে আমানত উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ফিক্সড ডিপোজিট ও মানি স্কিমসহ যেকোনো স্কিম থেকে ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাচ্ছে এবং যাদের আমানত ২ লাখ টাকার কম, তারা পুরো টাকাই তুলতে পারছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কম্পিউটার ও সুদ হিসাবসংক্রান্ত কিছু জটিলতা কাটিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অনলাইন ব্যাংকিং সেবা প্রসঙ্গে গভর্নর বলেন, পাঁচটি ব্যাংকের অনলাইন সিস্টেম একীভূত করা সময়সাপেক্ষ বিষয়। তবে ধাপে ধাপে অনলাইন সেবা, আরটিজিএস ও এটিএম কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আহসান এইচ মনসুর স্পষ্ট করেন যে, ব্যাংকটি নিয়ে সৃষ্ট অস্পষ্টতা দূর করতে প্রতিদিন সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ ব্যাংক। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির সম্মিলিত ইসলামী ব্যাংকের সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। গুজব ছড়ানোর পেছনে বড় কোনো গোষ্ঠীর সমর্থন নেই বলেও তিনি মন্তব্য করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.