ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগে ১,৭২,৫০২ জনের জীবনে ইতিবাচক পরিবর্তন

কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক।

নারীশিক্ষা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি থেকে শুরু করে জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা— সকল ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ প্রমাণ করেছে যে, এই উদ্যোগগুলো কেবল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়— বরং মানুষের জীবনে অর্থবহ পরিবর্তনও নিয়ে আসে। ব্যাংকটির সিএসআর উদ্যোগ সমাজকে ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক টেকসইতা তৈরিতেও অবদান রাখছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচিতে ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়াও, ব্যাংকের সহকর্মীরা ৩৫ জন প্রতিবন্ধী সন্তানের জন্য বৃত্তি প্রদান করেছে।

‘অপরাজেয় আমি’ উদ্যোগে ৪৭ হাজার ৫৩৪ জন ব্যাংকের কর্পোরেট ও এসএমই গ্রাহক কর্মী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা পেয়েছেন। ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চোখের চিকিৎসা পেয়েছেন। এছাড়াও, ৩ হাজার ৯৭১ জন ছানি অপারেশন এবং ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’-এর আওতায় ৭ হাজর ২৯ বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন প্রদান করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৮৫ জন ব্যাংক সহকর্মী প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। কর্মক্ষেত্রের বাইরেও ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি আইটি ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ পেয়েছেন। ৮১০ জন সুবিধাবঞ্চিত মানুষ লিম্ব ও ব্রেস সহায়তা পেয়েছেন। ৭৮ জন শ্রবণ ও বাকপ্রতিবন্ধীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জাতীয় ‘এমপাওয়ারঅ্যাবিলিটি’ সম্মেলনে ২৫০ জন বিশিষ্ট ব্যক্তি ও নীতিনির্ধারক কর্মক্ষেত্রে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেছেন। ‘অপরাজেয় আমি জব ফেয়ার’-এর মাধ্যমে ৪৬ জন প্রতিবন্ধী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন।

ব্র্যাক ব্যাংক পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আটটি জেলায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পরিচালনা করেছে। বাগেরহাটের ঝুঁকিপূর্ণ এলাকায় ৭,১৩০ জন মানুষ মৌসুমি ফসল উৎপাদন ও পরিবেশবান্ধব অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’-এ সম্মাননা দেওয়া হয়েছে।

৫৯,৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে এবং কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি টুর্নামেন্টে ৩৪২ নারী ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন। ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কারের ১৩ তম আসরে চারজন লেখককে সম্মাননা দেওয়া হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের শিখিয়েছেন সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনের অর্থবহ পরিবর্তন। আমরা সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের পাশে দাঁড়াই, যাতে তাঁরা মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.