দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। সেই সাথে বেড়েছে টাকার অংকে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৫৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪০ পয়েন্টে।
ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, ডিএসইতে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৯ টি কোম্পানির, বিপরীতে ৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.