গ্রামাঞ্চলে অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ইস্যু

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সাত বছর মেয়াদী সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের নাম দেওয়া হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সুকুক’।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটির অনুমোদনের মাধ্যমে সুকুকের নিয়ম ও শর্ত চূড়ান্ত করা হয়েছে। মোট ২৫০০ কোটি টাকা মূল্যের সুকুক নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সুকুকের মেয়াদ হবে ৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০৩৩ পর্যন্ত। বিনিয়োগকারীরা ৭ বছরে মোট ১৬৮০ কোটি টাকা আয় করতে পারবেন, যা প্রতি বছর প্রায় ৯.৬০ শতাংশ।

যারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রাখে, তারা সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া অন্যান্য অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন।

নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ফেব্রুয়ারি সাড়ে ১২টা পর্যন্ত। নিলামের পরে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ অংশগ্রহণকারীদের ই-মেইলে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই নিলামের মাধ্যমে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অর্থায়ন নিশ্চিত করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.