রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সময়ে যাত্রাবাড়ী থানা ১৭ জন, মুগদা থানা ১১ জন, রূপনগর থানা আটজন, বনানী থানা চারজন, শেরেবাংলা নগর থানা চারজন ও বংশাল থানা দুইজনকে গ্রেফতার করেছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রমজান মিয়া (২২), মো. রাসেল হোসেন (৩১), মো. হৃদয় (২০), এম এ আবু তালেব (৫০), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. রোকন (২৮), মো. রাজিব (২০), হৃদয় (২২), আসাদুল্লা আসু (৪৫), মো. শাহিন (৩৯), নিক্ষিল চন্দ্র বিশ্বাস (৪৫), মো. শাহিন (২৮), মো. সুজন (২৪), মো. সুমন (১৯), মো. মুন্না (১৮), সফিকুল ইসলাম (২৮) ও মো. রবিন (২৭)।
মুগদা থানা সূত্রে জানা যায়, একই দিনে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পলাশ (৩৮), সাথী আক্তার (৩১), মো. পলাশ (৩৮), মো. রবিন (২০), রিপন (৪১), মো. পাপ্পু (৩০), মো. সোহাগ (২৬), মো. সাইফুর রহমান (২৫), মো. মামুন সরকার (২৬), মো. মমিন (৩৫) ও বাবু রায় (৬৮)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. ইব্রাহিম (২২), মো. হৃদয় শেখ (২৭), মো. রাকিব হাসান (২৭), মো. সোহেল রানা (৩৫), মো. তৌহিদুল হাসান রিপন (৩৬), মো. ওলি (৩২), সিমান্ত (২৫) ও মো. ইউনুছ মিয়া (২৫)।
বনানী থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. হিরা (২০), মো. ফয়সাল আহম্মেদ (৩৫), মো. মাসুদ (৪৬) ও মো. অন্তর (২৩)।
শেরেবাংলা নগর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. জুয়েল (৩৮), মো. তোফাজ্জল মন্ডল (৩৬), মো. তুহিন হোসেন (২৮) ও মো. রনি হোসেন (২৫)।
বংশাল থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. সালাউদ্দিন (৩৬) ও মো. রমজান মিয়া (৩৮)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.