ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের জেলা ঠাকুরগাঁও

৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পটির কেন্দ্র ঠিক কত গভীরে ছিল তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এটি ভূ-পৃষ্ঠের কাছাকাছি (অগভীর) ছিল বলে ধারণা করা হচ্ছে। মাত্রা কম হওয়ায় এলাকার অনেক মানুষই এই কম্পন অনুভব করেননি।

স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পন টের পেয়ে সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত ৫ জানুয়ারি ভোরে সিলেট ও এর আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.