ফেনীতে এনসিসি ব্যাংকের শরী‘আহ্ ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
শনিবার (২৪ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান নুরুল হক, এবং ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট প্রধান খালেদ আফজাল রহিম। এছাড়া, এলাকার শাখার প্রধানগণ, ব্যবসায়ী, গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শরী‘আহ্ধসঢ়;ভিত্তিক ব্যাংকিং দেশের আর্থিক খাত ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীরা ব্যাংকের ইসলামিক সেবা গ্রহণে উৎসাহিত হবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, ইতোমধ্যেই ঢাকার গুলশান ও চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু হয়েছে। ফেনীতে এই শাখার উদ্বোধনের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে অন্যান্য শাখাতেও ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে এবং নতুন শাখাগুলো পূর্ণাঙ্গ ইসলামিক শাখা হিসেবে পরিচালিত হবে।
শাখাটির মাধ্যমে এসএমই, কৃষি, আমদানী-রপ্তানি বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী ও পেশাজীবী শরী‘আহ্ধসঢ়;ভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শাখার উদ্বোধনের অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.