যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মাঝে মাঝে দেশ পরিচালনার জন্য স্বৈরশাসকের প্রয়োজন হয়।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প মূলত বোঝাতে চেয়েছেন, শক্ত হাতে দেশ চালাতে গেলে কখনো কখনো স্বৈরশাসকের মতো ভূমিকা নিতে হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে আমার বক্তব্য বেশ দারুণ ছিল। আমরা ভালো সুনাম পাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না যে ওই বক্তব্যে আমরা ভালো সুনাম পেয়েছি। সাধারণত তারা (সমালোচকরা) বলে, আমি একজন স্বৈরশাসকের মতো ব্যক্তি। আমি বলি, ‘আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার স্বৈরশাসক প্রয়োজন হয়।’ কিন্তু অবাক করার বিষয়, এবার তারা আমাকে নিয়ে সেসব কিছুই বলেনি।”
এদিকে এর আগেও ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন। ২০২৫ সালের আগস্টে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মানুষ তাকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করে। তবে মার্কিনিরা সাধারণত স্বৈরশাসককে অপছন্দ করে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
সে সময় ট্রাম্প বলেছিলেন, “তারা বলে, আমাদের তাকে দরকার নেই। আমাদের দরকার স্বাধীনতা। ট্রাম্প একজন স্বৈরশাসক। অনেক মানুষ বলছে, ‘আমরা হয়তো একজন স্বৈরশাসককে পছন্দ করি।”
তবে একই বক্তব্যে তিনি আবারও দাবি করেন, তিনি স্বৈরশাসক নন। ট্রাম্প বলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.