রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজনির্মাণ শিল্প খাতকে সচল রাখতে বিশেষ ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় মাত্র দেড় শতাংশ অর্থ জমা দিয়েই ঋণ নবায়নের সুযোগ পাবেন উদ্যোক্তারা। একই সঙ্গে ঋণ পরিশোধে সর্বোচ্চ ১০ বছর সময় এবং প্রথম দুই বছর গ্রেস পিরিয়ড সুবিধা থাকবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা, ইউরোপের সামরিক উত্তেজনা এবং সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় জাহাজনির্মাণ খাতের নগদ প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ন্ত্রণবহির্ভূত এসব কারণে ক্ষতিগ্রস্ত প্রকৃত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শ্রেণিকৃত জাহাজনির্মাণ শিল্পের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিল করতে হলে মোট ঋণ স্থিতির ৩ শতাংশ এককালীন জমা দিতে হবে। এর মধ্যে পুনঃতফসিল আবেদনের সময় দেড় শতাংশ এবং অবশিষ্ট দেড় শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
এ ক্ষেত্রে স্থগিত ও অনারোপিত সুদ পৃথক হিসাবে স্থানান্তর করে অবশিষ্ট ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এবং দুই বছরের গ্রেস পিরিয়ডসহ পুনঃতফসিল করা যাবে। গ্রেস পিরিয়ড চলাকালে গ্রাহককে মূল ঋণের বিপরীতে আরোপিত সুদ মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। ব্লকড হিসাবে রাখা সুদ গ্রেস পিরিয়ড শেষে সুদবিহীনভাবে কিস্তিতে পরিশোধযোগ্য হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এই বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠিত ঋণের বিপরীতে নতুন ঋণ সুবিধা নিতে কোনো কম্প্রোমাইজ অ্যামাউন্ট দিতে হবে না। তবে নির্ধারিত কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ যথানিয়মে শ্রেণিকৃত হবে এবং ভবিষ্যতে আর কোনো পুনঃতফসিল বা পুনর্গঠনের সুযোগ পাওয়া যাবে না।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধার আওতায় আসবেন না। ব্যাংকগুলোকে বিশেষ পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট গ্রাহক প্রকৃত অর্থেই নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই বিশেষ সুবিধার আওতায় পুনঃতফসিল বা পুনর্গঠনের জন্য গ্রাহকদের আগামী ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.