পল্টনে বিওয়াইডির নতুন শোরুম উদ্বোধন, বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ

সিজি রানার বিডি এবং গ্লোবাল ইভি জায়ান্ট বিওয়াইডির যৌথ পথচলা

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (NEV) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) ঢাকার পল্টনে তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বাংলাদেশে বিওয়াইডির একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের অধীনে ডিলার পার্টনার মার্চেন্ট অটোসের মাধ্যমে এই সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে, এর মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সিজি রানার বিডি লিমিটেড এবং গ্লোবাল ইভি জায়ান্ট বিওয়াইডির যৌথ পথচলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার পল্টনে তাদের নতুন শোরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটি উদ্বোধন করেন সিজি রানার বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া প্যাসিফিকের সেলস ডিভিশনের কান্ট্রি ম্যানেজার চার্লস কিথ।

উদ্বোধনী বক্তব্যে সিজি রানার বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, পল্টনে এই শোরুম চালু করা পরিবেশবান্ধব এবং বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তিকে ঢাকার প্রাণকেন্দ্রে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সিজি রানার বিডি অগ্রণী ভূমিকা পালন করছে।

বিওয়াইডি এশিয়া প্যাসিফিকের প্রতিনিধি চার্লস কিথ বলেন, বাংলাদেশ পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার। নতুন এই শোরুমের মাধ্যমে বিওয়াইডি শুধু যানবাহন বিক্রি নয়, বরং প্রযুক্তি, নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার সমন্বয়ে একটি আধুনিক জীবনধারা উপহার দিতে চায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিওয়াইডি পল্টনের ডিলার পার্টনার মার্চেন্ট অটোসের ম্যানেজিং ডিরেক্টর তাহরীর নেওয়াজ।

তিনি বলেন, গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতেই শোরুমটি আধুনিকভাবে সাজানো হয়েছে। এখানে দক্ষ কর্মীবাহিনী ইলেকট্রিক ভেহিকেল এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিতে তৈরি যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা বিওয়াইডির ফ্ল্যাগশিপ মডেল বিওয়াইডি সিল, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড বিওয়াইডি সিলায়ন ৬ এবং নিউ এনার্জি ভেহিকেল বিওয়াইডি অ্যাটো-৩ পরিদর্শন করেন।

বিওয়াইডি বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি তাদের পেটেন্ট করা ব্লেড ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশে সিজি রানার বিডি লিমিটেডের মাধ্যমে বিওয়াইডি একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলছে, যার আওতায় দেশজুড়ে চার্জিং নেটওয়ার্ক এবং আধুনিক সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.