এস আলম ও আব্দুল হান্নানের সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দম্পতির জব্দকৃত সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ দু’টি ফ্ল্যাট রয়েছে আব্দুল হান্নানের, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকা। মিরপুরে ডিওএইচএসে সাবেক বিমানবাহিনীর প্রধানের স্ত্রীর ৩৭ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রুপগঞ্জের তিন দাগে আব্দুল হান্নানের নামে সাত দশমিক ৮৪ শতাংশ জমি রয়েছে। এছাড়া মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে আব্দুল হান্নানের মালিকানাধীন একটি জমির ওপর ৭ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। এসব সম্পত্তি যেহেতু জব্দ করা হয়েছে তাই এগুলো দেখভালে রিসিভার প্রয়োজন।

এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। তার এসব সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান।

এদিকে, গত ১১ জানুয়ারি এস আলমের ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা জব্দের আদেশ দেয় আদালত। আর আজ দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক জব্দকৃত জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ দেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.