বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ৯ সাংবাদিক

পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ৯ জন সাংবাদিক। এদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে তিনজন বিজয়ী এবং ছয়জন বিশেষ পুরস্কার অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন— এই তিন ক্যাটাগরির প্রত্যেকটিতে ৩টি করে পুরস্কার দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং দুইজন বিশেষ পুরস্কার অর্জন করেছেন।

প্রিন্ট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক জলিল রায়হান মুন্না এবং সিনিয়র প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক আতাউর রহমান এবং সিনিয়র প্রতিবেদক আলমগীর হোসেন।

অনলাইন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক সাঈদ শিপন এবং সিনিয়র প্রতিবেদক এস এম এ কালাম।

পুরস্কারপ্রাপ্তদের প্রতিবেদন মূল্যায়ন ও মনোনয়নের জন্য ছয় সদস্যের জুরিবোর্ড কাজ করেছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিএসইসির প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজারবিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.