পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইকে দেওয়া তথ্য অনুযায়ী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান ও পরিচালক রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানির ১০ লাখ শেয়ার কিনবেন। স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি।
গতকাল লেনদেন শেষে স্কয়ার ফার্মার শেয়ারদর দাঁড়ায় ২০৯ টাকায়। গত এক বছরে ১৯৮ টাকা থেকে ২৩৪ টাকা ১০ পয়সার মধ্যে কোম্পানির শেয়ারদর ওঠানামা করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.